বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আপাতত কোনো আয়কর দিতে হবে না। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আট বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি হাইকোর্টে এ সংক্রান্ত সব রিট নিষ্পত্তিরও নির্দেশ দেয়া হয়।

পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ জানান, হাইকোর্টের রায় আদালত স্থগিত করেনি। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় যে ১৫ শতাংশ আয়কর নির্ধারণ করা হয়েছিলো তা আপাতত দিতে হবে না।

২০০৭ সালে জাতীয় রাজস্ব বোর্ড বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ১৫ শতাংশ হারে আয়কর দেয়ার জন্য প্রজ্ঞাপন জারি করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৪৬টি রিট করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ২০১৬ সালে হাইকোর্ট ওই প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেয়।