সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। তাদের দাবি ওই নেতা ইউরোপে সশস্ত্র হামলার পরিকল্পনা করছিলেন।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত আইএস নেতার নাম খালিদ আয়াদ আহমদ আল-জাবুরি। তবে সিরিয়ার কোন অঞ্চলে এই অভিযান চালানো হয়েছে এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সেন্ট্রাল কমান্ড।

তবে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে সোমবার (৩ এপ্রিল) এই অভিযান চালানো হয়। এতে কোনো সাধারণ নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি।

সেন্ট্রাল কমান্ড বলছে, জাবুরি আইএসের নেতৃত্ব উন্নয়নের কাজেও নিয়োজিত ছিল। তাঁকে হত্যার মাধ্যমে সাময়িকভাবে হলেও এই সংস্থার হামলার সক্ষমতা কিছুটা কমেছে।

সম্প্রতি কয়েক বছরে আইএস ইউরোপে একাধিক হামলার দাবি করেছে। এর মধ্যে রয়েছে ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে এবং এর উপকণ্ঠে হামলার ঘটনা। এই হামলায় নিহত হন ১৩০ জন। এ ছাড়া ফ্রান্সের নাইস শহরে ২০১৬ সালের হামলায় ৮৬ জন নিহত হয়।