বরগুনায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এজাহারভুক্ত প্রধান আসামি মো. মজিবুর রহমান খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে বরিশাল র‍্যাব-৮ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বরিশাল র‍্যাব-৮ এর অধিনায়ক লে: কর্নেল মাহমুদুল হাসান জানান, গত ২৯ মার্চ সকাল ১০ টায় বরগুনা জেলার বেতাগী থানার ঝিলবুনিয়ার ৯ নং ওয়ার্ডর বাসিন্দা মো. মকবুল হোসেন হাওলাদার (৫০) তার ১৪ বছরের বুদ্ধি প্রতিবন্ধী ওই মেয়েকে নিয়ে পৌরসভার বাজারে কাছে রিকশা আনতে গিয়ে আর ফেরত আসেনা।

পরে জানতে পারে একই এলাকার মো. মজিবুর রহমান ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যায়। পরে ৩১ মার্চ রাতে স্থানীয়রা ভিকটিমকে দেখতে পেয়ে পরিবারকে জানায়। ১৪ বছরের বুদ্ধি প্রতিবন্ধী ওই মেয়েকে মজিবুর দুই দিন নিজ বাড়িতে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

এঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩১ মার্চ মজিবুর রহমানকে প্রধান আসামি করে বেতাগী থানায় মামলা দায়ের করেন।পরে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে আসামি মজিবুর রহমান খান ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়টি র‍্যাবের কাছে স্বীকার করেছেন।