রাজধানীর বঙ্গবাজারের অ্যানেক্সকো ভবন ও আশেপাশে এখনও ধোঁয়া উঠছে। রাতভর সেখানে পানি ছিটিয়েছে ফায়ার সার্ভিস, ভবনের ভেতর চলছে তৎপরতা। ধোঁয়া দেখা গেলেও আগুন ছড়ানোর কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে সংস্থার কর্মীরা।

রাজধানীর বঙ্গবাজার যেন এখন এক ধবংসস্তুপ। পুড়ে ছাই হয়েছে পাঁচ হাজার দোকান। শত শত ব্যবসায়ীর উৎকণ্ঠা আর স্থানে স্থানে ধোঁয়ায় কুণ্ডলীতে ভারী চারপাশের পরিবেশ।

ফায়ার সার্ভিসের পরিচালক লে: কর্নেল রেজাউল করিম জানান, মঙ্গলবার ভোরে লাগা আগুনে রাতভর জ্বলেছে অ্যানেক্স ভবনের একাংশ। সকালে আগুন না থাকলেও ধোঁয়া বের হতে দেখা যায়। পানি ছিটানো অব্যাহত রাখে ফায়ার সার্ভিসের ২৮ টি ইউনিট।

আগুনের তীব্রতা কমায় শেষ সম্বলটুকু সরিয়ে নিতে ব্যস্ত ব্যবসায়ীরা। ঈদ সামনে রেখে দোকানে নতুন মালামাল তুলেছিলেন তারা। সর্বস্ব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানালেন।

মঙ্গলবার ভোরে রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরো তিনটি মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করে সামরিক বাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।