দেশে প্রথমবারের মতো কলাগাছ থেকে সুতা তৈরি করে বানানো হয়েছে শাড়ি। এ শাড়ির নাম দেয়া হয়েছে কলাবতী। মাত্র ১৫ দিনের চেষ্টায় শাড়িটি তৈরি করেন মৌলভীবাজারের বুনন শিল্পী রাধাবতী দেবী। বাহারি নকশার এ শাড়িটি তৈরি করে প্রশংসায় ভাসছেন তিনি।
পাহাড়ের নারীদের স্বাবলম্বী করতে কলাগাছ থেকে সুতা উৎপন্ন করে বিভিন্ন হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ শুরু করে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে এবার তৈরি হলো শাড়ি। সহজলভ্য কাঁচামাল দিয়ে পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে এই কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
বুনন শিল্পী রাধাবতী দেবী জানান, শাড়িটি তৈরিতে লেগেছে কলা গাছের ১ কেজি সুতা, সময় লেগেছে ১৫ দিন।
পরীক্ষামূলক প্রচেষ্টা সফল হওয়ায় এবার বাণিজ্যিকভাবে কলাগাছের সুতা থেকে শাড়ি উৎপাদনের কথা জানিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আতিয়া চৌধুরী।
কলাগাছ থেকে বিভিন্ন সামগ্রী তৈরির মাধ্যমে পাহাড়ি নারীদের স্বনির্ভর করার উদ্যোগ নেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি। কাঁচামাল সহজলভ্য হওয়ায় এই শিল্প পাহাড়ি নারীদের ভাগ্য পরিবর্তনে ভুমিকা রাখবে বলছেন তিনি।
পাহাড়ি নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং ব্র্যান্ডিং বান্দরবানের জন্য এক বছর আগে কলাগাছ থেকে সুতা তৈরির পাইলট প্রকল্প হাতে নেন জেলা প্রশাসক। প্রথম তৈরি শাড়িটি প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।