ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা দ্বিতীয় ম্যাচ হারল মেসি-এমবাপের পিএসজি। লিঁওর কাছে ১-০ গোলে হারে ফরাসি জায়ান্টরা।
ঘরের মাঠে পিএসজি বল দখলে এগিয়ে থাকলেও, কার্যকর আক্রমণ বেশি করেছে লিঁও। প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত অতিথিরা। পিএসজি গোলকিপার দোনারুমার ফাউলে পেনাল্টি পেয়েছিল লিঁও। কিন্তু লাকাজেতের শট মিসে সুযোগ নষ্ট হয়।
তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লিঁওকে। ব্র্যাডলি বার্কোলা দ্বিতীয়ার্ধের শুরুতে লিড এনে দেন। এর পর আর ম্যাচে ফিরতে পারেনি পিএসজি।
ফরাসি জায়ান্টদের এই হারে জমে উঠেছে শিরোপা লড়াই। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা দলের চেয়ে মাত্র ৬ পয়েন্ট এগিয়ে মেসিরা। দুই বছরের বেশি সময় পর লিগে টানা দুই ম্যাচ হারল পিএসজি।