চালের বাজার নিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, কেবল উৎপাদন বাড়ালেই হয় না, বেশি চাহিদা থাকলেও অনেক সময়ে দাম বেড়ে যায়। সে কারণে চাল কিংবা সারে যোগান ঠিক রাখা গেলে দাম নিয়ে কোনো সমস্যা হবে না।
সোমবার কৃষিমন্ত্রণালয়ে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী।
বর্তমানে চাহিদা কমে যাওয়ার কারণে চলের দাম ‘নিম্নমুখী’ জানিয়ে তিনি বলেন, রোববার বেশ কিছু মিলারের সঙ্গে একটা বৈঠকে উপস্থিত ছিলাম। তারা সবাই হা হুতাশ করছে। চালের বিক্রি একেবারেই কমে গেছে। দামও ২-৪ টাকা করে কমে আসছে। এভাবে যোগান পর্যাপ্ত থাকলে কেউ দাম বাড়াতে পারবে না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্জাক দাবি করেন, কৃষি মন্ত্রণালয়ের কোম্পানিগুলোর কাছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কোনো বকেয়া নেই।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কামরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।