নাইসাকে নিয়ে সমালোচনার শেষ নেই নেটিজেনদের। তবে মেয়েকে নিয়ে গর্বিত মা কাজল। তিনি বলেন, ওর আভিজাত্যপূর্ণ জীবনযাপন আমার ভালোই লাগে। আমি ওকে নিয়ে গর্বিত।
কখনো পার্টি আবার কখনো বা ভাঙা হিন্দিতে কথা বলে নানা সময়ে বিভিন্ন কারণে ট্রোলড হয়েছেন নাইসা দেবগণ। হঠাৎই নিজের চেহারায় পরিবর্তন আনার কারণেও কটাক্ষের শিকার হন নাইসা।
এবার মেয়েকে ঘিরে যাবতীয় বিতর্কে জল ঢালতেই মুখ খুললেন কাজল। পোশাক থেকে শুরু করে জীবনযাপনসহ বিভিন্ন কারণে নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হন নাইসা। যদিও কাজল সেসব নিয়ে চিন্তিত নন।
এবিষয়ে কাজল বলেন, ওর বয়স মাত্র ১৯। ও এখন ওর জীবনটা উপভোগ করছে। আমি চাই ও ওর ইচ্ছার প্রাধান্য দিক। এতে সব সময় আমি ওর পাশে থাকব।