রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে গায়েব হওয়া গ্রাহকের ৩০ হাজার নথি উদ্ধার করা হয়েছে। যা প্রিন্ট করে সংরক্ষণ করা হবে। নথি গায়েবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা। এই ঘটনায় কেউ সুবিধা নিতে পারবে না বলে নিশ্চিত করেছেন তিনি।
২০১৯ সালের মে থেকে গত বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত, ভবন নির্মাণের অনুমোদন পেতে আবেদনের প্রায় ৩০ হাজার নথি সার্ভার থেকে গায়েব হয়ে যায়।
কিভাবে কেন এই বিপর্যয় তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাজউক। এর পর পুনরুদ্ধারে তোড়জোড় চালায় কর্তৃপক্ষ। তদন্তে নামে তিনটি প্রতিষ্ঠান।
নথি গায়েবে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কমিটির কার্যক্রম এখনও চলছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান। কারা জড়িত তা তদন্তে বুয়েট, সাইবার পুলিশ ও কম্পিউটার কাউন্সিল কাজ করছে।
রাজউক চেয়ারম্যান আরও জানান, তদন্তকারী সংস্থাগুলো প্রাথমিকভাবে জানিয়েছে এটি হ্যাক হয়েছে। কিন্তু কে করেছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।