দেশে-বিদেশে নালিশ করে বিএনপি বা আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ মার্চ) দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের এক আলোচনা সভায় এ কথা বলেন শেখ তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটেই ক্ষমতায় আসতে হবে। বিএনপি বিদেশিদের কাছে নানা অভিযোগ করছে। কারণ তাদের আশা, বাইরে থেকে কেউ এসে তাদের ক্ষমতায় বসাবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রয়েছে। এক কোটি দরিদ্র মানুষকে কার্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ লাখ মানুষকে ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার।

শেখ হাসিনা আরও বলেন, এবারের রোজায় ইফতার পার্টি না করে সব টাকা মানুষের মাঝে বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষকে কষ্ট দিতে এই রমজানেও বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বিদ্যুৎ খাতে দুর্নীতি খুঁজছে, কিন্তু দুর্নীতি হলে এত উন্নয়ন সম্ভব হত না। বিএনপি অভিযোগ করে যে তারা কথা বলতে পারে না। অখচ সত্য মিথ্যা মিশিয়ে সব চ্যানেলেই তারা কথা বলছে।