সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ আল খলিফা আলোকিত হয়েছে বাংলাদেশের পতাকার আদলে। পুরো ভবনটি ঢেকে যায় লাল-সবুজ পতাকায়। এ দৃশ্য দেখা যায় রোববার স্বাধীনতা দিবসে।

পূর্ব ঘোষণা ছাড়াই বুর্জ আল খলিফা ও আবুধাবির এডনক বিল্ডিংয়ে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে দেশটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও দুটি স্থাপনায় জাতীয় পতাকা প্রদর্শন করা হলো।

রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে রাতে এই পতাকা প্রদর্শনী হলেও বাংলাদেশ মিশন আগে থেকে এ বিষয়ে কিছু জানতো না বলে জানিয়েছে। ফলে স্থানীয় প্রবাসী এবং গণমাধ্যম কর্মীরাও এ বিষয়ে অবগত ছিল না।

রাতে দেশটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করলে এবং তাদের ওয়েবসাইট গুলোতে শেয়ার করলে পতাকা প্রদর্শনের বিষয়টি জানাজানি হয়।

উল্লেখ্য, ৩ বছর আগে আমিরাতের বাংলাদেশ মিশনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে বুর্জ আল খলিফায় জাতীয় পতাকা প্রদর্শনের আবেদন করা হয়। তখন থেকে দুদেশের বন্ধুত্বের অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শিত হয়ে আসছে।