নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ মো. শাহজাহান খান (৪০) নামে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা গেছেন।
বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। শাহজাহান খান পটুয়াখালীর আলী খানের ছেলে।
এর আগে শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। সেখান থেকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়।
আরও পড়ুন>> নিতাইগঞ্জের ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ শাজাহান চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।