মানিকগঞ্জে আগুনে পুড়ে গেছে শিক্ষা সফরে যাওয়ার জন্য পার্কিং করে রাখা একটি বাস। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার (১৩ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ পৌর মার্কেটের সামনে সেলফি পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, ওই বাসে করে শিবালয়ের সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কুষ্টিয়া যাওয়ার কথা ছিল। সকাল ৯টার দিকে পৌর মার্কেটের সামনে থেকে বাসটি ছেড়ে যাওয়ার কথা। এ কারণে সকাল ৭টা থেকে পৌর মার্কেটের সামনে বাসটি পার্কিং করে রাখা হয়।

আরও পড়ুন: শিক্ষা সফরের বাসে আগুন, প্রাণে বাঁচলেন ৭২ জন

সকাল পৌনে ৮টার দিকে বাসের পেছনে প্রণব ও ইমন নামে দুই ব্যক্তি সাউন্ডসিস্টেম এবং জেনারেটর সংযোগের কাজ করছিলেন। আর বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন চালক ও হেলপার। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। ভেতরে থাকা দুজন দ্রুত নিচে নেমে আসেন। মুহূর্তে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সংযোগ দেওয়ার সময় আগুনের সূত্রপাত। তবে এটি নাশকতা কিনা সে বিষয়টি নিশ্চিত হতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।