রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে একযোগে দালালবিরোধী অভিযান চালাচ্ছে র্যাব।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুর দেড়টা থেকে এ অভিযান শুরু হয় বলে
র্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসপাতালগুলোর সামনে দালালদের দৌরাত্ম্য দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে একযোগে দালালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।