মাইক্রোওয়েভ ওভেন এখন প্রায় সবার ঘরেই। খুবেই গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রনিক্স পণ্য এটি। রান্না করা থেকে শুরু করে খাবার গরমে এমনকি বাহারি পদ তৈরি করতে এর ব্যবহারের জুড়ি নেই।

তবে অতিরিক্ত ব্যবহারের কারণে ওভেন দ্রুত নষ্ট হয়ে যায়, আবার এর ভেতরে দুর্গন্ধের সৃষ্টি হয়। অনেকেই ওভেন পরিষ্কারের সঠিক নিয়ম জানেন না, ফলে ভুলভাবে পরিষ্কার করতে গিয়ে বিপদে পড়েন।

আরও পড়ুন: রসুন খাওয়া যাদের জন্য বিপজ্জনক

এ কারণে মাইক্রোওয়েভ পরিষ্কারের সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে, তাহলে খুব সহজে ও সঠিক উপায়ে ঘরের মূল্যবান এই জিনিস পরিষ্কার রাখতে পারবেন। জেনে নিন উপায়-

বেকিং সোডা ব্যবহার করুন

মাইক্রোওয়েভের দাগ দূর করতে আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এর জন্য বেকিং সোডায় পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।

এবার এই পেস্ট ওভেনের দাগের উপর লাগান ও ৫-১০ মিনিট পর স্পঞ্জ দিয়ে দাগ ঘষে পরিষ্কার করুন। এরপর ভেজা কাগজ বা তোয়ালে দিয়ে চুলা মুছে নিন। এতে ওভেনের দাগ সঙ্গে সঙ্গে চলে যাবে।

আরও পড়ুন: ত্বকের ফাটা দাগ দূর করার ঘরোয়া উপায়

লেবু বা ভিনেগার ব্যবহার করুন

মাইক্রোওয়েভ পরিষ্কার করতে লেবুর রস বা সাদা ভিনেগারও ব্যবহার করতে পারেন। তবে মাথায় রাখবেন সরাসরি ওভেনে ভিনেগার লাগাবেন না।

এক্ষেত্রে প্রথমে কাপড়ে ভিনেগার ঢেলে দিন। এবার এই কাপড় দিয়ে মাইক্রোওয়েভ পরিষ্কার করে নিন।

কাপড় বা কাগজের ব্যবহার

ওভেন পরিষ্কার করতে একটি কাপড় বা কাগজও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কাগজ বা কাপড় রোল করে মাইক্রোওয়েভে রাখুন।

আরও পড়ুন: ধীরে ধীরে ফুসফুস নষ্ট করে দেয় ৩ জিনিস

এবার ১-২ মিনিটের জন্য মাইক্রোওয়েভ চালু করুন। এরপর একই কাগজ বা কাপড় দিয়ে ওভেন মুছুন। এতে ওভেন সহজে পরিষ্কার হবে।

মাইক্রোওয়েভ পরিষ্কারের সময় প্লাগ খুলে ফেলতে ভুলবেন না, অনেকেই তাড়াহুড়ো করে প্লাগটি সরাতে ভুলে যায়। এই ভুলে বিদ্যুৎস্পৃষ্টও হতে পারেন।