খুলনার বাজারে আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজিতে ৫-১০ টাকা বেড়েছে। এছাড়াও চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি, ডিম ও কাঁচামরিচ।

বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। শসা প্রতি কেজি ৪০-৫০ টাকা, লম্বা ও গোল বেগুন ৬০-৭০ টাকা, টমেটো ২০ টাকা, শিম ৩০-৪০ টাকা, করলা ১০০-১১০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৫০-৬০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে ৫০-৬০ টাকা, কেজিপ্রতি মিষ্টি কুমড়া ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, বরবটি ৯০-১০০ টাকা ও ধুন্দুল ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। সবগুলো সবজি এক সপ্তাহ আগেও ৫-১০ টাকা কমে বিক্রি হয়েছে।

আরও পড়ুন: বেড়েছে সবজির দাম

বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। এছাড়াও বাজারে কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। লেবুর হালি ২০-৩০ টাকা। পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। তবে কমেছে রসুনের দাম। বড় রসুনের কেজি ২০০ টাকা। এক সপ্তাহ আগেও দেশি বড় রসুনের কেজি ছিল ২২০ টাকা। ছোট রসুনের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।

নগরীর জোড়াকল বাজারে নিত্যপণ্য কিনতে আসা হামিদুর রহমান বলেন, কোন সময় কোন পণ্যের দাম বাড়ে তা কেউ বলতে পারে না। আমাদের খেতে হয়, তাই বাধ্য হয়েই কিনছি।

মিনারা বেগম নামের আরেক ক্রেতা বলেন, কাল সকালে কিনেছি এক দামে আজ আরেক দামে কিনতে হচ্ছে। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামত পণ্যের দাম বাড়িয়ে বলে- সরবরাহ কম। কিন্তু বাজারে তো কোনো পণ্যের কমতি দেখি না।

আরও পড়ুন: দাম বেড়েছে সবজি, মুরগির

বাজার ঘুরে দেখা যায়, প্যাকেটজাত আটার কেজি ৬৫ টাকা। আগে ছিল ৭০ টাকা। দুই কেজির প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা। বাজারে সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৮৭ টাকা। লবণের কেজি ৩৮-৪০ টাকা।

বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। হাঁসের ডিম ২২০ টাকা ও দেশি মুরগির ডিম ২১০ টাকা। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। গত সপ্তাহে ছিল ১৯০-২০০ টাকা। সোনালী মুরগির দাম কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকায়। লেয়ার মুরগির কেজি ২৮০-২৯০ টাকা।

বাজারে গরু ও খাসির মাংসের দামও বেড়েছে। এখন গরুর মাংসের কেজি ৬৫০-৭০০ টাকায়। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।