করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনারোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৯৭৭ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন ৪ লাখ ১৬ হাজার ৯১৯ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৪৭ হাজার ৯৫৯ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৭ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪৮৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৫৪ লাখ ৮ হাজার ৬১৪ জন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন>> এক মাসে প্রায় ৬০ হাজার মৃত্যু, শিগগির গ্রামে ছড়িয়ে পড়ার আশঙ্কা

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত ও প্রাণহানি ঘটেছে জাপানে। দেশটিতে এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ৫৭১ জনের। আর মারা গেছেন ২৫৩ জন। এ নিয়ে জাপানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৮৯৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৬২২ জনের।

দৈনিক শনাক্তের হিসাবে জাপানের পরই রয়েছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনারোগী শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৮৫৫ জন। এরপর দৈনিক শনাক্তের দিক দিয়ে তালিকায় রয়েছে তাইওয়ান ১০ হাজার ৬৬৯ জন, দক্ষিণ কোরিয়া ৯ হাজার ২২৭ জন, যুক্তরাষ্ট্র ৯ হাজার ১১১ জন, রাশিয়া ৪ হাজার ৭১৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক দিয়ে তালিকায় জাপানের পরই রয়েছে ফ্রান্স। একদিনে দেশটিতে মারা গেছেন ১৩৪ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৯৪৯ জনে। রাশিয়ায় এ পর্যন্ত ৩ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ৫৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন>> সাধারণ কাশি নাকি কোভিডের লক্ষণ বুঝবেন যেভাবে

তবে বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ১১১ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার ২৯৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ১০৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২৯ হাজার ১৪৫ জনে।

এছাড়া একদিনে ব্রাজিলে ৫৩ জন, হংকংয়ে ৪৯ জন, রাশিয়ায় ৪১ জন, রোমানিয়ায় ৩৮ জন, কানাডায় ৩৮ জন, দক্ষিণ কোরিয়ায় ২৬ জন, তাইওয়ানে ২৪ জন মারা গেছেন।