চট্টগ্রাম মহানগরীর কাজির দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা, সতর্ক পুলিশ
জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা একটি মোটরসাইকেলে আগুন দেয়। পরে পুলিশ কাজির দেউড়ি ও আশপাশের এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলের আয়োজন করে নগর বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরীর নূর আহমদ সড়কে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে কাজির দেউড়ি মোড়ে একটি মিছিল আসার পথে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়।
আরও পড়ুন: ২৫ জানুয়ারি সারাদেশে মহানগর ও জেলায় বিএনপির সমাবেশ