খ্রিস্ট নববর্ষ উপলক্ষে ৩০শে ডিসেম্বর সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে জার্মান মুক্তিযোদ্ধা সংসদের প্রচার সম্পাদক, ধানমন্ডি “স্বজন” এর সভাপতি, লেটস গো-অন ফাউন্ডেশন “এলজিএফ” এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ইয়ুথ ক্লাব “বিওআইসি” এর সহ-প্রতিষ্ঠাতা সেন্ট্রাল কার্যনির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুর রহমান রতন।
দেশকে ভালবেসে, দেশকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিতে ও বহিরাগত শত্রু থেকে দেশকে রক্ষা করতে দেশের সরবস্থরের মানুষকে এক জোট হয়ে কাজ করে যেতে হবে। নতুন বছর নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে সবার।