খ্রিস্ট নববর্ষ উপলক্ষে ৩১শে ডিসেম্বর সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ডাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক ও সন্দ্বীপ ডেভেলপম্যান্ট ফোরাম ঢাকার সভাপতি, প্রতিষ্ঠাতা উপদেষ্টা সদস্য লেটস গো-অন ফাউন্ডেশন ”এলজিএফ”, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ ইয়ুথ ক্লাব “বিওআইসি”, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য “স্বপ্ন স্কুল” ও “বন্ধন”(স্বেচ্ছায় রক্তদান) এর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য জনাব নুরুল আকতার।
অর্থনীতিতে ব্যাপক সমৃদ্ধশীল দেশ আমাদের বাংলাদেশ। নতুন বছরে দেশের প্রত্যেকটি মানুষের উচিত যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা এবং সেই সাথে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে দেশের জন্য কাজ করা।