ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে চার ঘণ্টা বন্ধ ছিল টোল আদায়। ফলে সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পড়েন যাত্রী ও চালকরা।
খোঁজ নিয়ে জানা যায়, ঘন কুয়াশা পড়ায় রোববার (১৮ ডিসেম্বর) ভোর ৪টা থেকে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কমে গেলে সকাল ৮টায় টোল আদায় শুরু হয়। তবে সেতু দিয়ে যানবাহন পারাপার (টোল আদায়) বন্ধ থাকার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান কবির বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘন কুয়াশায় সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে টোল আদায় বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে যাওয়ায় ফের টোল আদায় শুরু হয়। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।