দীর্ঘ আট বছর পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।
রোববার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।
সম্মেলনের জন্য তৈরি করা হয়েছে নৌকার আদলে ৭০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মঞ্চ। মঞ্চে ১০০ জন নেতার জন্য আসন দেওয়া হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোটেক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সদস্য শামসুন নাহার চাঁপা ও অ্যাডভোকেট সানজিদা খান আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা রয়েছে।
পদপ্রত্যাশী নেতা ও তাদের কর্মী সমর্থকদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে সম্মেলনস্থল ও আশপাশের এলাকা।
প্রথম অধিবেশনে কেন্দ্রীয় নেতারা তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১৭ জানুয়ারি।