আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার (৩১ জুলাই) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে বিকাল তিনটায় এই বৈঠক শুরু হয়। সময় বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির নেতৃত্বে আওয়ামী লীগের নেতাদের মধ্যে রয়েছেন, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, কাজী জাফর উল্লাহ, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক,ড. আবদুস সোবহান গোলাপ এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এবংশিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার।