বর্ষায় মশার উৎপাত বেড়ে যায়। এ সময় মশা বংশবিস্তার করে। বৃষ্টিতে জমে থাকা পানিই মশা অন্যতম প্রজনেনক্ষেত্র। এ সময় মশাবাহিত সব রোগের ঝুঁকিও বেড়ে যায় দ্বিগুণ।

ঘর থেকে মশা দূর করার জন্য কেউ ব্যবহার করেন কয়েল, কেউ আবার মশার স্প্রে থেকে শুরু করে গুড নাইট ইত্যাদি। তবুও মশার কামড় থেকে রক্ষা মেলে না।

আবার অত্যধিক কয়েল বা স্প্রের ব্যবহারও শরীরের জন্য ক্ষতিকর। তাই প্রাকৃতিক উপায়েই যতটুকু সম্ভব মশা তাড়ানোর ব্যবস্থা করুন্ জেনে নিন করণীয়-

>> মশার কয়েল বেশি না জ্বালিয়ে ঘরের কোণে কর্পূর রাখুন। এতে ক্ষতিও কম গবে আবার মশাও দূরে পালাবে কর্পূরের গন্ধে।

>> মশার কামড় থেকে রক্ষা পেতে গায়ে মাখুন অ্যাসেনশিয়াল অয়েল। সরাসরি পিপারমেন্ট অয়েল গায়ে না মেখে এর সঙ্গে নারকেল বা জলপাই তেল মিশিয়ে নিতে পারেন।

>> আমেরিকার সিডিসি লেমন ইউক্যালিপটাস অয়লেকে মশার তাড়ানোর একটি প্রাকৃতিক উপায় হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই অ্যাসেনশিয়াল অয়েল শরীরের খোলা অংশে মাখলে মশা আপনার কাছেও ভিড়বে না।

>> ঘরে অতিরিক্ত মশা ঘুরে বেড়ালে ফ্যান ছেড়ে নিশ্চিন্তে ঘুমান। কারণ ফ্যানের বাতাসে মশা শরীরে বসার সুযোগ বেশি পায় না। কারণ ফ্যানের বাতাসে মশা খুব বেশি একটা উড়তে পারে না।