সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের আরও তিন সদস্য অচেতন অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডি রোডের একটি বাসা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। অচেতন অবস্থায় থাকা তিনজনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই বাসায় থাকা রফিকুলের শ্যালকের স্ত্রী শোভা বেগম বলেন, ‘১২ জুলাই রফিকুল স্ত্রী, ছেলে-মেয়েসহ পাঁচজন যুক্তরাজ্য থেকে দেশে আসেন। ছয় দিন ঢাকায় অবস্থানের পর ১৮ জুলাই তারা তাজপুরের ওই চারতলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া নিয়ে ওঠেন। রাতে সবাই একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। আমি, আমার স্বামী, আট বছর বয়সী ছেলে, শ্বশুর-শাশুড়ি রাতের খাবার খেয়ে আরেক কক্ষে ঘুমিয়ে পড়ি। সকাল গড়িয়ে গেলেও তাদের কক্ষের কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে মৃত অবস্থায় আর তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া দুজনের মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।