যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। কয়েক হাজার একর বনভূমি পুড়ে গেছে এরইমধ্যে। অঙ্গরাজ্যটির একাংশে জারি রয়েছে জরুরি অবস্থা। রোববার (২৪ জুলাই) ওই অঞ্চল থেকে ছয় হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র।

ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন (সিএএল ফায়ার) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শুক্রবার থেকে ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের কাছে দাবানলের সৃষ্টি হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। দুই হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে আনতে। ১৭টি হেলিকপ্টার যুক্ত করা হয়েছে উদ্ধার কাজে।

দুই দিন ধরে নিয়ন্ত্রণের বাইরে দাবানলে এরইমধ্যে প্রায় ১৪ হাজার দু’শো একর (৫ হাজার ৭৫৯ হেক্টর) বনভূমি পুড়ে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসোম শনিবার মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।

তিনি বলেন, উষ্ণ, শুষ্ক আবহাওয়া ও খরা অবস্থার কারণে আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত।

শনিবার মারিপোসাতে তাপমাত্রা ছিল ৯৬ ডিগ্রি ফারেনহাইট (৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস)। আরও কয়েক দিন সেখানকার তাপমাত্রা এমন অবস্থায় থাকার পূর্বাভাস মিলেছে।

ইউরোপের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রেও চলছে তীব্র তাপপ্রবাহ। দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ও আর্দ্রতা আরও বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট আবহাওয়া বিভাগ।