ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গত শনিবার (০৯ জুলাই) শুরু হওয়া ঈদের ছুটি শেষ হয় সোমবার (১১ জুলাই)। আজ মঙ্গলবার (১২ জুলাই) অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে।
কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই রাজধানী ফেরা মানুষের ভিড় দেখা গেছে। ফিরতি ট্রেনেও ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের।
একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন আফসানা আজাদ। ছুটি শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার ফিরে এসেছেন ঢাকায়। তিনি বলেন, ঈদের দুই দিন পর গফরগাঁও থেকে ট্রেনের টিকিট পেতে বেশ বিড়ম্বনার শিকার হতে হয়েছে তাকে। টিকিট না পেয়ে পরে রেন্ট-এ-কার থেকে গাড়ি ভাড়া করে ঢাকায় এসেছেন। গাজীপুর চৌরাস্তার কাছে কিছুটা যানজটে পড়লেও ঢাকার ভেতরে কোনো ভোগান্তি হয়নি। ‘উত্তরার পর থেকে রাস্তা বেশ ফাঁকাই ছিল’, বলেন আফসানা।
তবে ঈদের পর রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া কিছুটা বেশি দিতে হচ্ছে বলে অভিযোগ করেন কেউ কেউ। পরিবহনের সংখ্যাও কিছুটা কম বলে জানিয়েছেন তারা।