চলতি বছরের প্রি-হজ ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বছর কোটা অনুযায়ী ২৯ হাজার ৯৯২ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি পৌঁছে দিয়েছে। এর মধ্যে গতকাল (৩ জুলাই) সব শেষ প্রি-হজ ফ্লাইট বিজি-৩১৪১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে যাত্রা করে সফলভাবে জেদ্দা পৌঁছেছে।

সোমবার (৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। এতে বলা হয়, প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউল ফ্লাইটসহ সর্বমোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে বিমান।

এ বছর বিমান লিজ ব্যতীত নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে। বিমান কর্মীদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে সবগুলো ফ্লাইট সঠিক সময়ে পরিচালিত হয়েছে এবং কোনো হজফ্লাইট বাতিল হয়নি।
এর আগে ৫ জুন বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হয়েছিল। আগামী ১৪ জুলাই থেকে বিমানের পোস্ট-হজ ফ্লাইট শুরু হবে।