জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বাড়ানো হয়েছে। ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১ হাজার ২৪২ টাকা থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৫৪ টাকায়।

রোববার (৩ জুলাই) নতুন দামের এ ঘোষণা দিয়েছে বিইআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৭৮ পয়সা ও এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০১ টাকা ২৮ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২৫৪ টাকায় সমন্বয় করা হয়েছে।

এর আগে গত বছরের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় হচ্ছে। সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজির দাম ৯৩ টাকা কমানো হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ছিল ১ হাজার ২৪২ টাকা।