ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েই হত্যা মামলার বাদীকে মেরে ফেলার হুমকি দিয়েছেন সেলিম মণ্ডল। সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ থাকার কারণে এলাকার মানুষের কিছুই করার নেই এমনই মন্তব্য করে এলাকার সাধারণ মানুষ। বালুখোকো ও জমি দখলদার বিরুলিয়ার নব নির্বাচিত চেয়ারম্যান সেলিম মন্ডল নিজের স্ত্রী আয়শা আক্তার বকুলকে পুড়িয়ে হত্যা মামলার এক নম্বর আসামি। এমন বিভিন্ন মামলার সাথে জড়িত থাকা সত্ত্বেও আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না একটি অদৃশ্য কারণে।

এদিকে, নিজের স্ত্রীকে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া চাঞ্চলকর এই হত্যা মামলা মানিকগঞ্জ জেলা জজ কোর্ট মামলা চলমান। চার্জশিট ভুক্ত এক নাম্বার আসামী সেলিম মণ্ডল। এমন বিভিন্ন মামলার সাথে জড়িত সেলিম মন্ডল। চার্জগঠন হয়ে গেছে, সাক্ষগ্রহণ পর্যায়ে আছে। সাক্ষী বাধাগ্রস্ত করতে এখন বাদীপক্ষকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে নিয়মিত। তার ভয়ে এলাকার বিভিন্ন মানুষ এলাকা ছাড়ছে। পরবর্তী শুনানীর দিন ২২ জুন।

এবার চেয়ারম্যান হয়েই সেলিম মণ্ডল হত্যা মামলার বাদী উজ্জালকে আবারো হত্যার হুমকি দিয়েছে। বিষয়টির প্রতিকার চেয়ে তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরীও করেছেন উজ্জল। গত ২৫ মে তুরাগ থানায় উপস্থিত হয়ে উজ্জল সাধারণ ডায়েরী করলেও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানা গেছে। সরকারি দলের চেয়ারম্যান বলে বিভিন্নভাবে ছাড় দিচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। উজ্জলের সাধারণ ডায়েরী নম্বর: ১৩২০ (২৫/০৫/২০২২ ইং)।

এই বিষয়ে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা যায়নি। পরবর্তীতে সর্বশেষ যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলায় তিনি জামিনে আছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমার বিরোধী বিভিন্ন মানুষ আমার বিরুদ্ধে বিভিন্ন মামলা-মোকদ্দমা দিয়ে আমাকে ঝামেলায় ফালানোর চেষ্টা করছে। বাদীকে হুমকি দেয়ার বিষয়ে তিনি পুরোপুরি অস্বীকার করেন। তিনি আরও বলেন আমি জনগণের জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি। আমার বিরুদ্ধে কোন জিডি হয়নি। কোন অভিযোগ থাকতো তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে আমাকে আইনের আওতায় নেওয়া হতো? সুতরাং এগুলো মানুষের কাল্পনিক বানানো। আপনারা গণমাধ্যমকর্মীরা এভাবে নিউজ না করে গণতন্ত্রের সাথে থাকুন। আমাদের উন্নয়ন তুলে ধরুন।

এদিকে, তালিকাভুক্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী সেলিম মন্ডলকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা দিয়ে আবার তা ফিরিয়ে নেয়া হয়েছিল। এদিকে উল্লেখ্য একজন বীর মুক্তিযোদ্ধা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের একজন নেতার ছত্রছায়ায় এমন কোন বেআইনি কর্মকাণ্ড নেই যে সেলিম মন্ডল করেনি।

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও তার প্রতি বিভিন্ন কারণে ক্ষিপ্ত থাকলেও কিছুই করতে পারছে না এবং তারা বলছে রাজনীতি এখন আগের মত নেই।