সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বন্যার পানি নেমে গেছে। রোববার (১৯ জুন) ভোরে পানি নেমে যাওয়ায় সকাল থেকে বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হয়েছে। এর ফলে দীর্ঘ ১৮ ঘণ্টা পর সিলেট বিভাগের সর্ববৃহৎ সরকারি হাসপাতালটিতে সৃষ্টি হওয়া ভুতুড়ে পরিস্থিতির অবসান হয়েছে। চরম দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন রোগী, স্বজন ও চিকিৎসা সংশ্লিষ্টরা।

রোববার দুপুরে  এ তথ্য নিশ্চিত করেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, ভোরে পানি নেমেছে। এরপর হাসপাতালের সার্বিক বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক হয়েছে। বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হওয়ার পর সবধরনের চিকিৎসাসেবাও চলছে পুরোদমে। এর ফলে দুর্ভোগেরও অবসান হলো। তবে আমরা বিশেষ ব্যবস্থায় ছোট জেনারেটর দিয়ে আইসিইউসহ অতিগুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোতে আলোর ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, পানি নেমে গেলেও আবার বন্যা হতে পারে এমন আশঙ্কায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এছাড়া নিচতলার কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। আমরা বিভিন্ন যন্ত্রপাতি এখন আবার ঠিক মতো স্থাপন করছি।