১৮ বছর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ছিলেন ইভা রহমান। এবার বাংলাদেশে তিনি অত্যাধুনিক মানের বিউটি লাউঞ্জ নিয়ে এলেন। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত প্রতিষ্ঠানটির নাম ‘মিরর মিরর বিউটি লাউঞ্জ’।

১৮ জুন বিউটি লাউঞ্জটি উদ্বোধন করেন চলচ্চিত্র তারকা নুসরাত ফারিয়া। এ সময় লাউঞ্জের কর্ণধার ইভা রহমান, মডেল ও উপস্থাপিকা নাবিলা করিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘আমি ত্বক এবং চুল নিয়ে অনেক সচেতন। ইদানীং কোয়ালিটি সম্পন্ন কসমেটিক্স চেনা অনেক কঠিন। কারণ মার্কেটে অনেক রেপলিকা আছে। যেসব পণ্য ত্বকের জন্য উপকারী; সেসব পণ্যের চাহিদা বিশ্বে বাড়ছে। সবাই জেনে খুশি হবেন, বিশ্বের টপ ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এখানে। আমি নারী উদোক্তাদের সব সময় সাপোর্ট করি।’

লাউঞ্জের কর্ণধার ইভা রহমান বলেন, ‘অস্ট্রেলিয়ায় ১৮ বছর থাকার পরও আমি বাংলাদেশে ফিরে আসার এবং উদ্যোক্তার অনিশ্চিত জগতে পা রাখার দুঃসাধ্য সিদ্ধান্ত নিয়েছি। আমি সর্বদা এমন একজন হতে চেষ্টা করেছি, যে অগণিত হাসির কারণ হতে পারে। এই সৌন্দর্য শিল্পটি এমন একটি বিশেষ সুযোগ দেয়।’

তিনি বলেন, ‘মিরর মিররে ক্লায়েন্টদের এমন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি, যা তারা বারবার খুঁজবেন। বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড থেকে পণ্যগুলো এনেছি। ২০ বছরের বেশি অভিজ্ঞ কর্মী দিয়ে পণ্যগুলোর স্বাস্থ্যকর এবং সঠিক প্রয়োগ নিশ্চিত করেছি মেকআপ, চুল এবং ত্বকের ট্রিটমেন্টের জন্য।’

ইভা রহমান আরও বলেন, ‘আমাদের সেলুনে প্রশান্তি এবং আরামদায়ক পরিবেশে সেবাগুলো দেওয়ার চেষ্টা করছি। আশা করি, সবাই মিরর মিরর বিউটি লাউঞ্জ পছন্দ করবেন। উদ্বোধন উপলক্ষে সব সার্ভিসে ১৫ শতাংশ ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে ৩০ জুন পর্যন্ত।’