নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পলমল গ্রুপের ভবন নির্মাণের পাইলিং করার সময় গ্যাস লাইন ফেটে গিয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আদমজী ফায়ার সার্ভিসের দুটিসহ চারটি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।