রাজধানীর নীলক্ষেত বই মার্কেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ২টায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অবৈধ স্থাপনা সরাতে নীলক্ষেত বই মার্কেটে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডিএসসিসি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক, কোনো সমস্যা নেই ৷