বাংলাদেশ থেকে ৪১০ জন হজযাত্রী নিয়ে রোববার (৫ জুন) সৌদি আরবের জেদ্দায় পৌঁছায় প্রথম ফ্লাইট। সৌদির স্থানীয় সময় রোববার দুপুরে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩০০১) ফ্লাইটটি। আর এখন (মঙ্গলবার) পর্যন্ত ২৮টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ১১ হাজার ১২০ হজযাত্রী।

মঙ্গলবার (১৫ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হজ প্রতিদিনের বুলেটিনে বলা হয়, সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৭ হাজার ৭৩৭ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। চুক্তি অনুযায়ী এবার হজে সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার ৫৪৫ জন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯ জন হজযাত্রী বহন করবে।

বুলেটিনে আরও বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যাওয়া প্রথম থেকে সপ্তম ফ্লাইটের সব হজযাত্রীরা এখন মদিনায় অবস্থান করছেন। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় আগত অষ্টম ফ্লাইটের হজযাত্রীরা মঙ্গলবার সকালে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে মদিনায় পৌঁছান। হজযাত্রীরা মদিনায় আটদিন অবস্থান করবেন এবং মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় ফিরবেন।

সৌদি আরবে এখন পর্যন্ত একজন হজযাত্রী ইন্তেকাল করেছেন। গত ১১ জুন চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. জাহাঙ্গীর কবির (৫৯) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।