বৃষ্টি ও পৃথক সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৭ জুন) রাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে নারী ও শিশুরা বিপাকে পড়েছেন। এছাড়া কাঁচামালবোঝাই ট্রাকগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে গাড়িতে পচে নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন মালিকরা।

পুলিশ জানায়, রাতে কয়েক ঘণ্টা টানা বৃষ্টির কারণে মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলতে থাকে। এ অবস্থায় রাত ১২টায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ট্রাকের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’জন আহত হয়।

পুলিশ গাড়ি দুটি জব্দ করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়েছে। এছাড়াও মহাসড়কের ভূঞাপুর রিং রোডে মধ্যরাতে সড়ক দুর্ঘটনা হয়। এ কারণেই রাত থেকে যানজটের সৃষ্টি হয়।

ফাইভস্টার পরিবহনের চালক মিনহাজ মিয়া বলেন, সকাল ৬টা থেকে দুই ঘণ্টায় এক কিলোমিটার রাস্তা এসেছি। এখনও জোকারচর এলাকায় আছি। সেতু পার হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

তিনি জানান, গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে।