রাজধানীর জুরাইন মোড়ে স্থানীয়দের হামলায় ট্রাফিক পুলিশের চার সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপ-পরিদর্শক (এসআই) উৎপল দত্ত অপু (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া আহত বাকি তিন পুলিশ সদস্য রাজধানীর পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির রমনা জোনের এডিসি গোবিন্দ চন্দ্র বলেন, ইয়াসিন নামে এক মোটরসাইকেল আরোহীর কাগজপত্র দেখতে চায় ট্রাফিক পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ান ইয়াসিন। এসময় তাকে আটক করে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়রা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামল করেন। এতে চার পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও বলেন, মোটরসাইকেল আরোহী ইয়াসিনকে আটক করে শ্যামপুর থানায় নেওয়া হয়েছে। তিনি সেখানেই আটক আছেন। স্থানীয়রা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়েছেন বলেও জানান তিনি।