মেসেজ সেন্ড হওয়ার পরেও এডিট করার অপশন চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সব কিছু ঠিকঠাক থাকলে শিগগিরই ফিচারটি উন্মুক্ত হতে যাচ্ছে। ইতোমধ্যেই ফিচারটি নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপের ডেভেলপাররা।
হোয়াটঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য নিত্য নতুন ফিচার আনছে। সেই ধারাবাহিকতায় মেসেজ সেন্ড হওয়ার পরেও এডিট করার অপশন চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক ভাবে বেটা ভার্সনে ফিচারটি উন্মুক্ত করা হবে।
ওয়েবেটাইনফো ওয়েবসাইটের তথ্য মতে, বছর পাঁচেক আগে ফিচারটি আনার কথা জানিয়েছিল হোয়াটসঅ্যাপ। যদিও কোনো কারণে তখন সিদ্ধান্ত বাতিল হয়েছিল। তবে সম্প্রতি আবারও ফিচারটি আনার ঘোষণা দিয়েছে।
নতুন ফিচারে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে ওয়েবেটাইনফো। এতে চ্যাটের মধ্যে কোনো একটি মেসেজ ট্যাপ করে হোল্ড করলে অতিরিক্ত তিনটি অপশন দেখা যাচ্ছে। সেখানেই রয়েছে ‘এডিট’ অপশন।
এতে আরও বলা হয়েছে, ফিচারটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। শুরুতে অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে ফিচারটি পরীক্ষামূলক কাজ শুরু হবে। পরবর্তীতে আইওএস ও ডেস্কটপ ভার্সনের জন্য ফিচারটি ডেভেলপ করা হবে।