গভীর রাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাতচক্র ‘ঠান্ডা শামীম বাহিনী’র সর্দারসহ ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩ জুন) রাতে ঢাকার সাভার থানাধীন বালিয়ারপুর মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তদের গ্রেফতার করা হয়।

শনিবার (৪ জুন) সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।