নরসিংদীর রায়পুরায় রেললাইনে উঠে পড়া একটি পিকআপে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টায় রায়পুরার হাসনাবাদ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আমিরগঞ্জ থেকে আসা একটি পিকআপভ্যান হঠাৎ হাসনাবাদ রেলক্রসিংয়ে ঢুকে পড়ে। এসময় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।