দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

সমাবেশ ঘিরে এরইমধ্যে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। বেলা ১১টা নাগাদ প্রেস ক্লাব এলাকায় বিএনপির কয়েকশো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এরইমধ্যে দলের কেন্দ্রীয় কমিটিসহ অঙ্গসংগঠনের নেতারা সমাবেশস্থলে এসেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।