“ঈদ মোবারক”
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলে ও বেশী বেশী দোয়ার মাধ্যমে এবছরের ঈদুল ফিতর উদযাপনের অনুরোধ জানিয়েছেন লেটস গো–অন ফাউন্ডেশন “এলজিএফ” এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির, বাংলাদেশ ইয়ুথ ক্লাব “বিওআইসি” এর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান “স্বপ্ন স্কুল” এর কার্যনির্বাহী কমিটির সদস্য , “বন্ধন” (স্বেচ্ছায় রক্তদান) এর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি জনাব শফিকুল আলম ফিরোজ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ‘ঈদুল ফিতর উপলক্ষ্যে সর্বস্তরের সকলকে, তথা সমগ্র মুসলিম উম্মাহর প্রতি অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।
করোনা ভাইরাসের মত একটা শক্তিশালী দুর্যোগের সামনে দাড়িয়ে আমরা এবছরও ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। তাই যতোটা সম্ভব জনসমাগম এড়িয়ে আসুন সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি ও সতর্ক থাকি এবং আল্লাহর কাছে বেশী বেশী দোয়া করার মাধ্যমে এবছরের ঈদুল ফিতর উদযাপন করতে সকলকে অনুরোধ জানাচ্ছি’।