দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেটস গো–অন ফাউন্ডেশন “এলজিএফ” এর সহ–প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইয়ুথ ক্লাব “বিওআইসি” এর সহ–প্রতিষ্ঠাতা সেন্ট্রাল কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য “স্বপ্ন স্কুল” ও “বন্ধন”(স্বেচ্ছায় রক্তদান) এর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং ব্যবসায়ী জনাব মোহাম্মদ কামরান পাপ্পু।
ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, পবিত্র ঈদ হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। রমজান মাস ত্যাগের মাস। ত্যাগ করা এবং দিতে শেখার মাস। আত্মত্যাগের মাস, এই ঈদে ত্যাগের বিনিময়ে একজন মুসলমান পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে উঠেন। গোটা বিশ্বের মুসলমান ধর্মালম্বীদের জন্য এ এক মহা আনন্দের দিন। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। তাই জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।