নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের জিন্দাপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  হাইওয়ে পুলিশের গাজীপুরের নাওজোর থানার এসআই মো. ফরিদুজামামান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছেন জয়পুরহাট জেলার কালায় থানার শিকতা গ্রামের ধানকাটা শ্রমিক আবদুল মজিদ (৪৫), মো. আয়েদ (৪৫) ও শহিদুল ইসলাম (৫০)।

এসআই ফরিদ বলেন, তিন শ্রমিক কুমিল্লায় ধানা কাটা শেষে রাতে একটি টিনবোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের সংর্ঘষ হয়। এ সময় তিন শ্রমিক টিনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তাদের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।