বায়োজিন কসমেসিউটিক্যালস এখন নারায়ণগঞ্জে। গত ১৬ এপ্রিল দুপুর ২টায় নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু রোডের এইচআর প্লাজার তৃতীয় তলায় এর নতুন ব্র্যাঞ্চের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পূর্ণিমা। এ ছাড়াও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরসহ অনেকেই ছিলেন।

চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ঢাকার বনানী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, শান্তিনগর, ওয়ারী ও বসুন্ধরা সিটি শপিং মলের পর নারায়ণগঞ্জে হলো এগারোতম ব্র্যাঞ্চ।

গ্র্যান্ড ওপেনিংয়ে ছিল ৯৯৯ টাকায় বায়োজিনের জনপ্রিয় বায়ো-হাইড্রা ফেসিয়াল। এ ছাড়াও বায়োজিনের স্কিন কেয়ারের সব কিছুতেই ছিল ৫০% পর্যন্ত ছাড়।

নারায়ণগঞ্জ ব্র্যাঞ্চে থাকবে অভিজ্ঞ চিকিৎসক, ট্রেইনড থেরাপিস্ট, পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত স্কিন কেয়ার ট্রিটমেন্ট, ডার্মাটোলজিস্ট স্বীকৃত কসমেটিক্সসহ ত্বক সম্পর্কিত সব সমস্যার সমাধান।

বায়োজিন কসমেসিউটিক্যালসের সিইও মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‘ত্বক হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনার ত্বক আপনার পরিচয়। তাই ত্বককে ভালোবাসুন প্রতিদিন। ত্বকের যত্ন নিন, পাশে আছে বায়োজিন।’