বেড না পেয়ে রাজবাড়ী সদর হাসপাতালের গাছতলাতেই চলছে ডায়রিয়া রোগীর চিকিৎসা। ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৯২ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, অধিক হারে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত কয়েকদিন যাবৎ ১২ বেডের বিপরীতে প্রায় শতাধিক রোগীর চিকিৎসা দিচ্ছেন নার্স ও চিকিৎসকরা। বেড না পেয়ে রোগীরা গাছতলা, হাসপাতালের বারান্দা ও মেঝেসহ বিভিন্ন স্থানে এলোমেলোভাবে চিকিৎসা নিচ্ছেন। ফলে তীব্র গরম ও টয়লেটের ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা।

রোগী হিমালয় ও স্বজন চাঁদসহ একাধিক ব্যক্তি জানান, চিকিৎসার মধ্যে প্রথমে ইনজেকশন, খাবার ও শরীরে পুশ করা স্যালাইন দিচ্ছে। এরপর সব স্যালাইন কিনে আনতে হচ্ছে। এছাড়া বেড না পেয়ে গাছতলা, হাসপাতালের বারান্দাসহ বিভিন্ন স্থানে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। বারান্দায় ফ্যান না থাকায় তীব্র গরমে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা।

তাছাড়া টয়লেটর অবস্থা খুবই খারাপ। হাসপাতালের পরিবেশও নোংরা হয়ে গেছে। ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না। ফলে দূর্গন্ধ ছড়াচ্ছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৯২ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। আরও রোগী আসছে। রোগীর চাপ বেশি হওয়ায় হাসপাতালের বিভিন্ন স্থানে চিকিৎসা দিতে হচ্ছে। যে কারণে একটু সমস্যা হচ্ছে। তবে চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। স্যালাইন ও ওষুধের কোনো সমস্যা নেই।