রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি মাইক্রোবাস পুড়ে গেছে। বুধবার (৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বনানীতে এই ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঘটনার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের পানির গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর ১৫ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট যায় ঘটনাস্থলে।

মাইক্রোবাসটি যানজটে আটকা ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, কুড়িল থেকে সিএনজিতে যাচ্ছিলাম। তখন বনানী-কাকলী রেলস্টেশনের সামনে মাইক্রোবাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি। এসময় বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, হঠাৎ করে মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুন লাগে। আগুনের পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।