জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে বহু বেসামরিক মানুষের নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন। খবর আল জাজিজার।

এদিকে, ইউক্রেনের প্রসিকিউটর-জেনারেল জানিয়েছেন, কিয়েভের বিস্তৃত অঞ্চল থেকে এখন পর্যন্ত ৪১০ বেসামরিক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি এখান থেকে রুশ বাহিনী নিজেদের প্রত্যাহার করে নেয়।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বুচায় রাশিয়ান সেনা কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়টি অস্বীকার করা হয়েছে। মস্কো এটিকে ‘ইউক্রেনীয় উগ্রপন্থীদের প্ররোচনা’ আখ্যা দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ নিয়ে আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছে।

এর আগে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার সৈন্যদের কাছ থেকে বেশ কিছু এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে। স্থানীয় সময় শনিবার (২ এপ্রিল) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, কিয়েভ এখন পুরোপুরি ইউক্রেনীয় বাহিনীর দখলে।

কিয়েভ থেকে কয়েক কিলোমিটার দূরের বুচা শহরে গণকবর দিয়ে শত শত মানুষকে দাফন করেছেন ইউক্রেনের সেনারা। শহরটির মেয়র অ্যানাতোলি ফেদোরুক অভিযোগ করেছেন, নির্বিচারে ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী।