মাগুরায় বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
রোববার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মহম্মদপুর উপজেলার কানুটিয়া ইট ভাটার সামনে এ ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রাব্বি মহম্মদপুর উপজেলার আউনাড়া গ্রামের আব্দুস সালামের এবং জসিম একই উপজেলার বাবনপাড়ার রশিদ মিয়ার ছেলে।
ওসি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস কানুটিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইক চালক রাব্বি হোসেন এবং যাত্রী জসিম মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ইজিবাইক ও বাসে থাকা কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নির্মল বিশ্বাসের অবস্থার আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।