বেজে গেছে কাতার বিশ্বকাপের ঢঙ্কা। এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেলো ড্র। ৩২টি দল কে কোন গ্রুপে খেলবে, তা এরই মধ্যে নির্ধারণ হয়ে গেলো। শুধু তাই নয়, সূচিও নির্ধারণ করে ফেললো ফিফা।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ নভেম্বর পর্দা উঠবে ফুটবল মহাযজ্ঞের ২২তম আসরের। কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কারণে সূচিতে পরিবর্তন এনে জুন-জুলাইয়ের পরিবর্তে নেয়া হয়েছে নভেম্বর-ডিসেম্বরে। ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
২১ নভেম্বর পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচ শুরু হবে বিকেল চারটায়। যেখানে ইকুয়ডেরকে আতিথেয়তা দেবে স্বাগতিক কাতার। শীতের সময় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, এ কারণে সূচিতেও আগের চেয়ে অনেক বেশি পরিবর্তন আনা হয়েছে। গ্রুপ পর্বের প্রতিটি দিনই অনুষ্ঠিত হবে চারটি করে ম্যাচ। যা অন্য যে কোনোবারের চেয়ে ভিন্ন।